ক্রাইমটেকনাফ

জমি বিরুধে হামলার শিকার মাদ্রাসা শিক্ষক মো: কাশেম


টেকনাফ প্রতিনিধি :
জমি-জমা বিরুধের জের ধরে হামলার শিকার হয়েছে এক মাদ্রাসা শিক্ষক। মো: কাশেম নামের আহত শিক্ষক নোয়াখালী পাড়ার মৃত নুরুল হকের ছেলে। ঘটনাটি ঘটেছে গত ২ জুলাই মঙ্গলবার বিকাল ৪ টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া সংযোগ সড়কে। এ ব্যাপারে মো: কাশেম বাদী হয়ে বুধবার (৩ জুলাই) টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনার বিবরণে জানা যায়, নোয়াখালী পাড়ায় বসবাসকারী মো: কাশেম একজন মাদ্রসা শিক্ষক ও স্থানীয় বাঘঘোনা মসজিদের ঈমাম। তিনি অন্যান্য দিনের মত পাঠ দান শেষে বাড়ী ফেরার সময় মঙ্গলবার বিকাল ৪ টার দিকে স্থানীয় শাহ আলম, মাহমুদা খাতুনসহ ৮/৯ জন সংঘবদ্ধ হয়ে নোয়াখালী পাড়া সংযোগ সড়কে প্রথমে গতিরোধ করে। পরে লাঠিসোটা নিয়ে আক্রমন করতে থাকে। এতে এক পর্যায়ে মো: কাশেমের বাম হাতে গুরুতর জখম হয়। এসময় শাহ আলমের নেতৃত্বে অন্যান্যরা আহত মো: কাশেমের পকেটে থাকা ১ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে এলাকার লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়। আহত মো: কাশেমকে টেকনাফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। খোজঁ নিয়ে জানা যায়, মাহমুদা খাতুন ও মো: কাশেম আপন ভাই বোন। এদের মধ্যে জমি জমা নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে মাহমুদার শ্বশুড় পক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানিয়েছেন। এ দিকে এ ঘটনার প্রতিকার চেয়ে (৩ জুলাই )বুধবার দুপুরে টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সন্ত্রাসী হামলায় আহত মো: কাশেম।

Comment here