টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী
টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান ন।
সুত্র জানায়, শনিবার (২৯জানুয়ারী) দুপুর পৌনে ১টারদিকে বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প-২৭ (জাদিমুড়া) পরিদর্শনে আসেন।
তিনি উক্ত ক্যাম্পের সি/৯ ব্লকে এনজিও সংস্থা খ্রিষ্টান এইড কর্তৃক নির্মিত একটি পুকুরের চার পার্শ্বের ব্রীক সলিং রাস্তা ও পুকুরের গাইড ওয়াল নির্মান কাজ পরিদর্শন করেন৷ এসময় ক্যাম্প-২৭ ও নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সিআইসিদ্বয়, নয়পাড়া ও জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের ক্যাম্প কমান্ডারগন, খ্রিষ্টান এইড সংস্থার সদস্য এবং অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন৷ এসময় তার কাছে রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন সমস্যার কথা উপস্থাপন করেন। তিনি গুরুত্বের সাথে কথা শ্রবণ করেন।
সংশ্লিষ্টদের সাথে কৌশল বিনিময় শেষে তিনি দুপুর দেড়টারদিকে ক্যাম্প ত্যাগ করেন।
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

Comment here