সাদ্দাম হোসাইন : হ্নীলার প্রবীণ মুরুব্বী ও সাংবাদিক মুহাম্মদ ছৈয়দ হোছাইনের শ্বাশুড়ের চেহলাম পালিত হয়েছে। গত ১৬ মার্চ দুপুরে হ্নীলা মৌলভীবাজারস্থ রোজারঘোনার প্রবীণ মুরুব্বী ও সাংবাদিক মুহাম্মদ ছৈয়দ হোছাইনের শ্বাশুড় মরহুম জহির উদ্দিনের চেহলাম উপলক্ষ্যে তাঁরই প্রতিষ্ঠিত আল ছেমন জামে মসজিদে জুমার খুতবা পূর্ব আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মরহুমের ১ম জামাতা, দৈনিক কক্সবাজার বার্তার সম্পাদক ও প্রকাশক এবং টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ছৈয়দ হোছাইন। এতে আলোচনায় তিনি বলেন, মানুষ মরণশীল এবং অল্প সময়ের জন্য মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ। তাই এসময়কে আখেরাতের পরীক্ষায় অংশ-গ্রহণ শেষে, আল্লাহ ও তার রাসূল (সাঃ) এর সন্তুষ্টি অর্জনের মধ্যদিয়ে কবর ও হাশরের সেই ফল ভোগ করার পথ বেচে নেবার আহবান জানান। তিনি আরো বলেন,আমাদের দেহ ও প্রাণ খুব অল্প সময়ের জন্য একত্রিত আছে। কবর ও হাশরের হইজ (২) আশেকে রাসূল (সাঃ) ও আশেকে ওয়ালী হয়ে আল্লাহ পথ বেচে নিতে হবে। এরপর মরহুমের প্রতিষ্ঠা করা আল ছেমন জামে মসজিদ ও হেফখানা ওয়ারেশী মরহুমের পুত্র মাওলানা রহিম উদ্দিনকে মতোওয়াল্লী হিসেবে দায়িত্ব পালনের সিদ্বান্ত গৃহীত হয়। এসময় উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জলাল উদ্দিন চৌধুরী, হ্নীলা দারুসসুন্নাহ্ মাদ্রাসার সাবেক মুহতামিম মৌলনা আবছার উদ্দিন, মরহুমের জামাতা বাহারছড়া প্রগতি লাইফ ইন্সুরেন্স কার্যালয়ের ব্যবস্থাপক মৌলানা মোঃ শাকের উল্লাহ, মৌলানা নুর কামাল, এনজিও সংস্থা আশা এর ঈদগাহ কার্যালয়ের ফিল্ড সুপার ভাইজার মোঃ হারুন অর রশিদ ও ঠিকাদার প্রতিষ্ঠান সালাম কন্স্ট্রাকশনের স্বত্বাধিকারী মোঃ সিরাজ উদ্দিন, চান্দলী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার হেলাল উদ্দিন, মরহুমের ভাই সাবেক মেম্বার মোজাম্মেল হক, এনামুল হক, মরহুম প্ত্রু মৌলানা রহিম উদ্দিন, মিশকাত উদ্দিন, নুর ইলাহি সবুজ ও নফিজ উদ্দিন, ভ্রাতুষ্পুত্র এ্যাডভোকেট মোঃ তারেকুল হক, মঈনুল হকসহ স্থানীয় গন্যমান্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বাদে জুমা মরহুমের আত্নার শান্তি কামনা করে জামাতাদের উদ্যোগে সহস্রাধিক স্থানীয় অসহায়, গরীব, দুস্থদের জন্য খাবারের আয়োজন করা হয়।
হ্নীলার প্রবীন মুরুব্বী ও সাংবাদিক ছৈয়দ হোছাইনের শ্বাশুড়ের চেহলাম পালিত
মার্চ ১৭, ২০১৮0

Related Articles
এপ্রিল ৬, ২০২০0
টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত ২, জব্দকৃত মাইক্রোবাসে আগুন
বিশেষ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক কারবারী নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। সোমবার রাত ১টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী চিংড়ি প্রজেক্ট এলাকায় এই ঘটনা ঘটে।
Read More
ডিসেম্বর ২৩, ২০১৭0
হোয়াইক্যংয়ে সড়কে যানবাহন গতিরোধ করে ডাকাতি : আটক-১
মুহাম্মদ জাহাঙ্গীর আলম :টেকনাফ সড়কে রাতে যানবাহন গতিরোধ করে যাত্রীদের সর্বস্ব লুট করেছে দূবৃর্ত্তরা। এই ব্যাপারে সন্দেহভাজন ১জনকে আটক করা হয়েছে।
জানা যায়,২৩ ডিসেম্বর ভোররাত ৪টায় উপজেলার মিনাবাজার ও ঝ
Read More
ডিসেম্বর ১৪, ২০২০0
সাংবাদিকদের কোণঠাসা করতে ‘নাফ টিভি’ চালাতেন ওসি প্রদীপ: র্যাব
বিশেষ প্রতিনিধি।
ফেইস বুক ভিত্তিক বিতর্কিত নাফ টিভি টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপের অর্থায়নে পরিচালিত হওয়ার জনশ্রুতি থাকলেও অবশেষে তার সত্যতা মিলেছে র্যাবের তদন্তে। র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্য
Read More
Comment here