ক্রাইমটেকনাফ

টেকনাফে ঘরের সামনে গুলি ছুড়েঁ হুমকি!

টেকনাফ প্রতিনিধি :
টেকনাফে প্রতিবেশীর বাড়ীতে গুলি ছুড়েঁ ভয়ভীতি দেখানোর অভিযোগে ইউএনও বরাবরে প্রতিকার চেয়েছে ভুক্তভোগী পরিবার। উপজেলা প্রশাসনের কয়েক’শ গজের ভিতরে পুরাতন পল্লান পাড়ার মৃত সোলতান আহমদের ছেলে মো: ইউনুছের বাড়ীতে গত শনিবার দিবাগত রাত ১২ টার সময় এ ঘটনা ঘটে। উপজেলার প্রশাসনিক প্রাণকেন্দ্রে এ ধরনের ঘটনায় সকলের মনে নানান প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে গত ২৪ সেপ্টেম্বর সোমবার টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: রবিউল হাসান বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন ভূক্তভোগী মো: ইউনুছ। এতে উল্লেখ করেছেন প্রতিবেশী মৃত মোজাহারের ছেলে মো: আমিন, তার দু’ ছেলে ছৈয়দ আলম ও মো: জসিম ২২ সেপ্টেম্বর রাত ১২ টার দিকে তার ঘরের সামনে এসে ৭ রাউন্ড গুলি ছুড়েঁ ভয়ভীতি প্রর্দশন করে। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। কিন্তু ওই সময় সকলে পালিয়ে যায়। এরা বিভিন্ন সময়ে ইয়াবা পাচার কওে কোটি টাকার মালিক হয়েছেন। তারা লালন পালন করেন বেশ কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসীও। সময়ে সময়ে তাদের হাতে লম্বা কিরিচ ও পিস্তল দেখা যায়। কিন্ত্র প্রাণভয়ে কেউ মূখ খোলার সাহস পায় না। এ ঘটনার প্রতিকার চেয়ে দেওয়া আবেদনে ইউএনও টেকনাফ মডেল থানার ওসিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানিয়েছেন। টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়–য়া এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচেছ বলে জানান।

Comment here