আন্তর্জাতিকটেকনাফ

টেকনাফে বিজিপি “র ৩ সদস্য আটক : অতপর মিয়ানমারে হস্তান্তর

টেকনাফে বিজিপি “র ৩ সদস্য আটক :
অতপর মিয়ানমারে হস্তান্তর

টেকনাফ প্রতিনিধি :

টেকনাফ সীমান্তে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)” র ৩ সদস্যকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি) সদস্যরা। ২৮ অক্টোবর শনিবার সকাল ৯ টার সময়
টেকনাফ সীমান্তের জিম্মংখালী এলাকায় নাফনদীতে টহলরত অবস্থায় তাদের আটক করে টেকনাফ ব্যাটলিয়ন ২ বিজিবি সদস্যরা।
আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে নাফনদীর বাংলাদেশ অংশে টহল দিতে গিয়ে তারা ধরা পরেন। পরবর্তীতে (শনিবার) বিকাল পৌনে ৪ টার সময় বিজিবি -বিজিপি পতাকা বৈঠকের মাধ্যমে টেকনাফ পৌর সভার ট্রানজিট জেটি দিয়ে তাদেরকে মিয়ানমার ১ নং ব্যাটলিয়ন বিজিপি কতৃপক্ষের নিকট হস্তান্তর করা হয় বলে নির্ভরশীল সূত্রে নিশ্চিত হওয়া গেলেও সংশ্লিষ্ট কেউ বিষয়টি নিশ্চিত করেননি।
এ বিষয়ে ২ বিজিবি টেকনাফ ব্যাটলিয়নের অধিনায়ক এবং বিজিবি সদর দপ্তরের পিআরও বরাবর ক্ষুদে বার্তা প্রেরন করা হয়। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত কোন বক্তব্য পাওয়া যায় নি।
এদিকে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমেদ আনোয়ারী
স্হানীয় প্রত্যক্ষদর্শী লোকজনের বরাতে জানান,” মিয়ানমারের তিন জন বিজিপি সদস্যকে অস্ত্রসহ বিজিবি”র গাড়ীতে করে টেকনাফ সদরের দিকে নিয়ে যেতে দেখা গেছে।

Comment here