আন্তর্জাতিকউখিয়ারোহিঙ্গা সমাচার

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন : বাংলাদেশে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত ও ভারতে নিযুক্ত নিউজিল্যান্ড ডিপুটি হাইকমিশনার

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন :
বাংলাদেশে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত ও
ভারতে নিযুক্ত নিউজিল্যান্ড ডিপুটি হাইকমিশনার

জাবেদ ইকবাল চৌধুরী, কক্সবাজার :

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ঘুরে গেছেন বাংলাদেশে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত
রামিস সেন”র নেতৃত্ব দু” সদস্যের একটি প্রতিনিধি দল। ৮ নভেম্বর বুধবার বেলা ১২ টার সময় উখিয়াস্থ ৬ নং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন।
তুর্কি প্রতিনিধি দলের অন্য সদস্য হলেন তুর্কি প্রতিষ্ঠান (TIKA) “টিকা” র ভাইস প্রেসিডেন্ট ড. উমিত নাসি ইয়োরুলমাজ।
উখিয়াস্হ ১৪ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো:ইকবাল সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,
প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্প-৬ এর এ/৪ ব্লকে অবস্থিত তুর্কিয়ে দিয়ানাত ফাউন্ডেশন ফাতিমা আল-ফিহরি মডেল গার্লস স্কুল, রোহিঙ্গা ক্যাম্প-৬ এর এ/২ এবং এ/১১ ব্লকে অবস্থিত তুর্কিয়ে দিয়ানাত ফাউন্ডেশন আয়লান বয়েজ স্কুল এবং তুর্কিয়ে দিয়ানাত ফাউন্ডেশন মিমার সিনান স্কুল পরিদর্শন করেন।
এ সময় উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং চারপাশ ঘুরে দেখেন। প্রতিনিধি দলটি পরিদর্শন শেষে বিকেলে রোহিঙ্গা ক্যাম্প
ত্যাগ করেন।
অপর দিকে ভারতে নিযুক্ত নিউজিল্যান্ড ডিপুটি হাইকমিশনার ব্রেন্ট রেপসন ও নীতি উপদেষ্টা অর্পিতা বসু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। ৮ নভেম্বর বুধবার বেলা সোয়া ১২ টার সময় উখিয়াস্থ রোহিঙ্গা ক্যাম্প-৪ এ পরিদর্শনে আসেন।
প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্প-৪ এর এ/১০ ব্লকে অবস্থিত ডাটা এন্ট্রি সেন্টার পরিদর্শন করে। এ সময় ইউএনএইচসিআর”র একজন কর্মকর্তা রোহিঙ্গাদের ডাটা এন্ট্রি কার্যক্রম সম্পর্কে ব্রিফিং প্রদান করেন বলেও জানান ডিআইজি মো: ইকবাল।

Comment here