টেকনাফ

টেকনাফে ১০টাকা কেজি চাউল বিতরন শুরু

টেকনাফে ১০টাকা কেজি চাউল বিতরন উদ্বোধনে ইউপি চেয়ারম্যান
সরকার গণমানুষের দরিদ্রতা দূরকরতে এই উদ্যোগpic-28-10-16 unnamed
মুহাম্মদ জুবাইর টেকনাফ :
শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুদা হবে নিরুদ্দেশ, প্রধান মন্ত্রীর অঙ্গীকার দশ টাকা চাউল কিনবে এবার। এই অঙ্গীকারকে বাস্তবায়নের লক্ষে টেকনাফ সদর ইউনিয়নের্র ১০ টাকা দরে চাউল বিতরন উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়া মার্শাল।এসময় তিনি বলেন সঠিক ওজনে হত দরিদ্রদের মাঝে চাউল দিতে হবে।বর্তমান সরকার তৃনমূলে গণমানুষের দরিদ্রতা দূর করতে এই উদ্যোগ গ্রহন করেছে।আমি সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাই। ৯টি ডিলারের মাধ্যমে ৯ওয়র্ডের হতদরিদ্রদের মাঝে চাউল বিতরন করা হবে জানান। এ সময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য, প্যানেল চেয়ারম্যান-১ মোঃ আবদুল্লাহ,সংরক্ষিত আসন-১(১.২.৩নং ওয়ার্ড)্এর মহিলা সদস্যা রানু আক্তার,ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। ২৮অক্টোবর জুমাবার সকাল ১০টায় এই কাজের শুভউদ্বোধন করা হয়। অসহায় পরিবারের মাঝে সরকার ঘোষিত ১০টাকা কেজি দরে প্রতি পরিবারকে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হবে বলে জানিয়েছেন পর্যটন বাজারের ডিলার বিছমিল্লাহ ষ্টোরের প্রোপ্রাইটর হাফেজ মোঃ ইয়াকুব। হতদরিদ্র পরিবারের সুবিদা ভোগি শামসুল আলম, আবদুর রহিম বলেন, আমরা অসহায় গরীব পরিবার বর্তমান সরকার আমাদের জন্য ন্যায্য মূল্য হারে চাউল দিচ্ছে ।এতে আমরা অত্যান্ত খুশি।এদিকে টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ চাইল বিতরন সঠিক ভাবে হচ্ছে কিনা সরে জমিনে পরিধর্শন করেন। এসময় উপজেলা চেয়ারম্যান বলেন, এই চাউল হতদরিদ্র গরীবের জন্য এখানে কোন দূনীর্তি করার কারো সুযোগ নেই।এখানে যদি কেউ ছয়নয় করার চেষ্টা করে থাকেন তাহলে কঠোর হস্থে পদক্ষেপ গ্রহণ করা হবে।

হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের ১০ টাকায় কেজি চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন।
জামাল উদ্দিন, টেকনাফ।
টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত অতি দরিদ্রদের জন্য ১০টাকায় কেজি চাল বিক্রি কার্যক্রম এক যোগে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলায় দায়িত্বরত বিভিন্ন পদবীধারী অফিসারদের টেক অফিসার হিসেবে নিয়োগ দিয়ে উখিয়া-টেকনাফের সাংবদ আলহাজ্ব আবদুর রহমান বদির সুনিবিড় তত্ত¡াবধান ও গভীর পর্যবেক্ষণের মধ্য দিয়ে উক্ত চাল বিক্রি কর্মসূচীর কার্যক্রম চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এতে করে দুই ইউনিয়নের প্রায় ৬ হাজার ৩শ ঊনচল্লিশ জন অতি দরিদ্র পরিবারের লোকজন ১০ টাকায় কেজিতে চাল পাচ্ছে জানা গেছে। উক্ত কর্মসূচির সরকার ঘোষিত মেয়াদকাল পর্যন্ত চলবে। এতে অতি দরিদ্র প্রতি পরিবার উক্ত কর্মসূচির আওতায় মাসে ১০ টাকায় কেজিতে ৩০ কেজি করে চাল কিনতে পারবে। এ চাল পেয়ে অতি দরিদ্র পরিবারের লোকজনের মুখে হাসি ফুটে উঠেছে।

Comment here