এক্সক্লুসিভসংস্কৃতিসারাদেশ

পুলিশ অফিসার আদিল মাহমুদ এর কবিতা : বঙ্গবন্ধু

“বঙ্গবন্ধু”

“চতুর্দশ পদি কবিতা”।

সর্বোচ্চ নেতা বঙ্গবন্ধু করো সন্মান,
পিতার আশ্রয়েই সবাই বলীয়ান,
কৃতজ্ঞ হও, ছিলেন মহা বুদ্ধিমান,
অবশেষে মনুজ বুঝিল আত্মদান,
শেখ মুজিবুর রহমান দৃশ্যমান।

কীর্তি অচলকীলায়, বায়ু বহমান,
বাংলার অহংকার তিনি সেরা বিদ্বান,
সতেরো কোটি যাত্রিনী তিনি জলযান,
তার পরিবর্তে তনয়া সর্ব প্রধান,
মুক্তিযুদ্ধের গর্ভ তাঁরই অবদান।

দেশ আজ অগ্রদূত প্রত্যক্ষ প্রমাণ,
নেত্রী মোদের শেখ হাসিনা তাঁর দান,
অর্থনীতি, স্বাধীনতা তাঁরই জাহান,
ধরত্রী’র শ্রেষ্ট বাঙ্গালী তিনি মহান।

লেখক- আদিল মাহমুদ
ওসি (তদন্ত)
পরশুরাম মডেল থান,ফেনী।

Comment here