দৃষ্টিপাত

বর্তমানে পরিস্থিতি পাল্টিয়েছে এবং চালকরাও সচেতন হয়েছে: ইলিয়াস কাঞ্চন

টেকনাফ ভিশন ডেস্ক:সড়ক দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যুর পর বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন গড়ে তুলেন ‘নিরাপদ সড়ক চাই আন্দোলন’। গত ২২ বছর ধরে নিরাপদ সড়কের জন্য নানা কর্মসূচী পালন করে আসছেন তিনি। বাংলাদেশে প্রতিবছর শত-শত মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত কিংবা মারাত্মকভাবে আহত হয়। মানুষ যাতে নিরাপদে সড়কে চলাচল করতে পারেন এর জন্য তার এ প্রয়াস।
কিন্তু গত ২২ বছর ধরে এ কর্মসূচীর পালন করলেও এর কোন ইতিবাচক ফলাফল কি তিনি দেখতে পেয়েছেন? শুরুর দিকে ইলিয়াস কাঞ্চনের অভিজ্ঞতা ছিল খুবই খারাপ। শ্রমিকদের ধারণা ছিলও তিনি তাদের প্রতিপক্ষ। আন্তজার্তিক একটি গণমাধ্যমের এমন এক প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, ‘এক সময় পরিবহন মালিক শ্রমিকরা আমাকে দেখতেই পারতো না। তারা মনে করতো আমি ভুল কাজ করছি। তাদের ধারণা ছিলও দুর্ঘটনা হল কপালের লেখা। সেটা থেকে এখন তারা বেরিয়ে এসেছে।’
ইলিয়াস কাঞ্চন আরও বলেন,গত বছর এক অনুষ্ঠানে খুলনায় একজন ড্রাইভার আমাকে ধরে কেঁদে ফেলে এবং বলে যে আপনাকে ভুল বুঝেছিলাম কারণ আপনার সম্পর্কে এতো খারাপ শুনেছি যে মনে হতো রাস্তায় পেলে আপনার ওপর দিয়েই গাড়ি চালিয়ে দিবো।’
তিনি আরও জানান,‘এমন কোন জেলা উপজেলা বাকী নেই যেখানে নিরাপদ সড়কের প্রচারণায় অংশ নিতে আমি যাই নি। এখন পরিস্থিতি পাল্টিয়েছে এবং চালকরাও আগের চেয়ে অনেক সচেতন হয়েছে।’
ইলিয়াস কাঞ্চন ১৯৭৭ সালে সুভাষ দত্ত পরিচালিত বসুন্ধরা ছায়াছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন। একে একে ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে বাংলা চলচ্চিত্র প্রেমীদের অন্তরে যায়গা করে নেন। ‘বেদের মেয়ে জোছনা’ ছবিতে তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেন যা এখন পর্যন্ত বাংলাদেশের সর্বাধিক ব্যবসাসফল ও জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে স্বীকৃত। কাঞ্চন ৩০০টিও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন।###

Comment here