টেকনাফ

হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা উপলক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত

মুহাম্মদ জাহাঙ্গীর আলম : হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনের ২০বছর পূর্তি উপলক্ষ্যে আসন্ন ২২ডিসেম্বর হতে শুরু হতে যাওয়া আর্ন্ত:উপজেলা জিএইচএফ বৃত্তি পরীক্ষা-১৭ইং শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ সভা অনুষ্টিত হয়েছে।
১০ নভেম্বর রাত ৮টায় টেকনাফের হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন কার্যালয়ের হলরোমে এক বিশেষ সভা ফাউন্ডেশনের সভাপতি সফিক আহমদ বিকমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাওলানা এসএম সাইফুল্লাহর পরিচালনায় এতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডাঃ জামাল আহমদ, সদস্য আলহাজ্ব আবুল কালাম সওদাগর, মাওলানা নুরুল ইসলাম, মৌঃ ফরিদ আহমদ,মৌঃ নুরুল ইসলাম, মাষ্টার কামাল আহমদ, ছালেহ আহমদ মেম্বার, কফিল উদ্দিন আহমদ, কায়সার উদ্দিন আহমদ, মাষ্টার শাহ আলম, মৌঃ শাকের আহমদ, ফাউন্ডেশনের চিকিৎসক জালাল উদ্দিন, আইসিটি প্রশিক্ষক রাজেশ ও মসজিদের ইমাম মৌঃ জাকের হোসাইন প্রমুখ। উক্ত সভায় ফাউন্ডেশনের ২০বছরপূর্তি উপলক্ষ্যে আগামী ২২ডিসেম্বর অনুষ্ঠিতব্য জি.এইচ.এফ বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের জন্য বর্ধিতহারে নগদ টাকা ও বিশেষ পুরস্কার সামগ্রী দেওয়ার সিদ্বান্ত গৃহীত হয়। এছাড়া অধিকহারে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের লক্ষ্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পরীক্ষা বাস্তবায়ন, পর্যবেক্ষণ এবং আপ্যায়ন কমিটি গঠন করা হয়।

Comment here