টেকনাফতথ্য-প্রযুক্তি

হ্নীলা সূর্যের হাসি ক্লিনিকে প্রাতিষ্ঠানিক সেবা নিশ্চিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ

মুহাম্মদ জাহাঙ্গীর আলম : হ্নীলা-হোয়াইক্যংসহ টেকনাফের প্রত্যন্ত এলাকার অসহায়-দরিদ্র পরিবার এবং সর্বস্তরের মানুষের মধ্যে দিবা-রাত্রি জরুরী ভিত্তিতে মাতৃস্বাস্থ্য, শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা, নিরাপদ প্রসব সেবা নিশ্চিত করতে ৭শ ওয়ার্টের উচ্চ ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ প্যানেল।
জানা যায়, গত ২ আগষ্ঠ সকাল সাড়ে ১১টায় টেকনাফ উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আলমগীর কবির, জাইকা প্রতিনিধি ত্রিপন চাকমার সমন্বয়ে একটি দল উক্ত সংস্থার সেবাদান কার্য্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে ৭শ ওয়ার্ট সম্পন্ন সৌর বিদ্যুৎ প্যানেল আনুষ্ঠানিকভাবে সূর্যের হাসি ক্লিনিক পরিচালনা কমিটির সভাপতি ও হ্নীলা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ এইচকে আনোয়ার এবং ম্যানেজার অজয় কুমার চৌধুরীর নিকট হস্তান্তর করেন। এরপর ক্লিনিক পরিচালনা কমিটির নেতৃবৃন্দ হ্নীলা সূর্যের হাসি ক্লিনিকে গিয়ে এই সৌর প্যানেল হস্তান্তর করেন। এসময় হ্নীলা সূর্যের হাসি ক্লিনিক পরিচালনা কমিটির সদস্য ফরিদুল আলম মেম্বার, সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ এসএম রায় রুমীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং এবং পর্যাপ্ত আলোর অভাবে রাত্রীকালীন নিরাপদ প্রাতিষ্ঠানিক প্রসব সেবা প্রদান বিঘœ ঘটে আসছে। এ কারনে সূর্যের হাসি ক্লিনিকের আবেদনের প্রেক্ষিতে প্রসব সেবা প্রদানের সুবিধার্থে ও জনস্বার্থ বিবেচনা করে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার এবং হ্নীলা ইউপি চেয়ারম্যানের আন্তরিক সহায়তায় হ্নীলা সূর্যের হাসি ক্লিনিক উচ্চ ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ পেতে সক্ষম হয়েছে। জনস্বার্থে এই সহায়তায় বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও টেকনাফ উপজেলা প্রশাসনের প্রতি হ্নীলা সূর্যের হাসি ক্লিনিক কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Comment here