ক্রাইমটেকনাফ

১৪৯৫ লিটার অকটেনসহ ২টি ইঞ্জিন চালিত সাম্পান জব্দ : গ্রেফতার-১

১৪৯৫ লিটার অকটেনসহ ২টি ইঞ্জিন চালিত সাম্পান জব্দ : গ্রেফতার-১

জাবেদ ইকবাল চৌধুরী,টেকনাফ :

টেকনাফে ১৪৯৫ লিটার অকটেনসহ মো: হারুন নামের এক পাচারকারীকে আটক করেছে। ধৃত৷ ব্যাক্তি কক্সবাজার জেলার টেকনাফ সদর ইউনিয়ন ৬নং ওয়ার্ড
ডেইল পাড়ার রহিম আলীর ছেলে। এ সময় পাচারকাজে ব্যবহৃত ২ টি ইঞ্জিন চালিত সাম্পান জব্দ করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অফিসার ইনচার্জ টেকনাফ মডেল থানার নেতৃত্বে বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৩ ডিসেম্বর ভোর রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাহারছড়া ঘাটের দক্ষিণ পাশে মেরিন ড্রাইভ সড়কের পশ্চিমে সমুদ্রের কিনারায় বিরতিহীন দীর্ঘ ৮ ঘন্টা সাঁড়াশি অভিযান পরিচালনা করেন। তথ্য প্রযুক্তির মাধ্যমে আমদানীকৃত দাহ্য পদার্থ অকটেন চোরাচালানকারী সংঘবদ্ধ চক্রের সদস্য মোঃ হারুন (৩০)কে গ্রেফতার করা হয় এবং পাচারকালে ১ লক্ষ ৯৫ হাজার ৮৪৫ টাকা মূল্যমানের ১৪৯৫ লিটার অকটেন ও পাচার কাজে ব্যবহৃত ২ লক্ষ টাকা মূল্যমানের
২ টি ইঞ্জিন চালিত মাছ ধরার পুরাতন সাম্পান জব্দ করা হয়। এসময় চোরাচালানকারী চক্রের আরো ৮/৯ জন সদস্য কৌশলে পালিয়ে যায়।
ওসি মুহাম্মদ ওসমান গনি আরো জানান,
কক্সবাজার পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার)”র নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) রাসেল,পিপিএম-সেবা এর সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সংক্রান্তে পাচারকারীদের বিরুদ্ধে টেকনাফ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় মামলা রুজু করা হয়।

Comment here