উখিয়ারোহিঙ্গা সমাচার

৮ এপিবিএন”র উদ্যোগ : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশু হেল্প ডেক্সের উদ্বোধন

৮ এপিবিএন”র উদ্যোগ
রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশু হেল্প ডেক্সের উদ্বোধন

জাবেদ ইকবাল চৌধুরী, কক্সবাজার :

রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশু হেল্প ডেক্সের উদ্বোধন করা হয়েছে। ৮ এপিবিএন”র উদ্যোগে
উখিয়া ১৯ নং ঘোনার পাড়া ক্যাম্পে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার সময় ৮ এপিবিএন”র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ আমির জাফর , বিপিএম,
এফডিএমএন ক্যাম্প- ১৯ এ নারী ও শিশু হেল্প ডেক্স এর শুভ উদ্বোধন করেন।
কক্সবাজারের উখিয়া তাজনিমারখোলা পুলিশ ক্যাম্প ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন
সহকারী পুলিশ সুপার(সহ: ক্যাম্প কমান্ডার)
মোঃ সালাহ উদ্দিন কাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেছেন, ”
উক্ত হেল্প ডেক্স এর হট লাইন নাম্বার ০১৩২০-১৯২০১৮ হতে এখন থেকে সার্বক্ষণিকভাবে একজন নারী পুলিশ অফিসারের মাধ্যমে নারী ও শিশু বিষয়ক সেবা প্রদান করা হবে।”
উক্ত সেবার উদ্বোধনী অনুষ্ঠানে ৮ এপিবিএন পুলিশ সুপার ফজলে রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার ক্যাম্প কমান্ডার এএইচএম কামরুল ইসলাম ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে উক্ত ক্যাম্পে রোহিঙ্গা শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী রোহিঙ্গা শিশুদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

Comment here