ক্রাইমরোহিঙ্গা সমাচার

রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু” গ্রুপের মধ্যে সংঘর্ষ : ২ শিশু গুলিবিদ্ধ

রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু” গ্রুপের মধ্যে সংঘর্ষ : ২ শিশু গুলিবিদ্ধ

টেকনাফ প্রতিনিধি :

রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু” গ্রুপের মধ্যে সংঘর্ষে দু” শিশু গুলিবিদ্ধ হয়েছেন । এরা হচ্ছেন উখিয়া ৮ – ডব্লিউ
নং ক্যাম্পের মেইন ব্লক-এফ, সাব ব্লক-এ/৫৮ এর ওবায়দুল হকের শিশু কন্যা উম্মে হাফসা (১১) ও আব্দুল খালেকের শিশু পুত্র আবুল ফয়েজ (৮)।
২২ ফেব্রুয়ারী বুধবার দুপুর পৌনে ১ টার সময় কক্সবাজারের উখিয়া ৮ নং রোহিঙ্গা
( এফডিএমএন) ক্যাম্পের ডব্লিউ, ব্লক-এ/৫৮ এলাকায় এ ঘটনা ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,” (২২ ফেব্রুয়ারী) বুধবার
দুপুর পৌনে ১:টার সময় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করিয়া ২টি সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে এবং গুলি বিনিময় হয়। এতে উম্মে হাফসার কোমরের উপরে পিছন পাসে এবং আবুল ফয়েজ এর ডান পায়ে গুলি বিদ্ধ হয়। পরবর্তীতে স্থানীয় রোহিঙ্গারা উভয় শিশুকে চিকিৎসার জন্য ৮ ডব্লিউ এমএসএফ হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়। উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতাল প্রেরণ করা হয়।
অপরাধীদের গ্রেফতারে ১৪ এপিবিএন আওতাধীন ইরানী পাহাড় পুলিশ ক্যাম্প ও উখিয়া থানা পুলিশ সদস্যরা চেষ্টা অব্যাহত রেখেছেন বলেও জানান তিনি।

Comment here