কক্সবাজারক্রাইমরোহিঙ্গা সমাচার

কাউন্সিলার কোহিনুর ইয়াবা পাচারর মামলায় আসামী !


টেকনাফ প্রতিনিধি :
টেকনাফের  মহিলা কাউন্সিলার কোহিনুর আক্তার ইয়াবা পাচারের ঘটনায় চট্টগ্রামের একটি মামলায় আসামী করা হয়েছে। গত ২২ ফেব্রæয়ারি সকালে চট্টগ্রাম মহানগরের ফিরিঙ্গি বাজার এলাকায় নিজস্ব কভার্ড ভ্যানে ২৫ হাজার পিস ইয়াবাসহ চালককে আটক করে গোয়েন্দা পুলিশ। আটক চালক হচ্ছে চট্টগ্রাম বন্দর কলোনী নিম তলায় বসবাসকারী ভোলা জেলার লালমোহন থানার ফরাজগঞ্জ চৌকিদার বাড়ীর এরশাদ আলীর ছেলে মোহাম্মদ আনোয়ার (২৬)। এ ঘটনায় আরো আসামী করা হয় মহিলা কাউন্সিলারের স্বামী শাহ আলম ও পিতা সোলতানকে। খোজঁ নিয়ে জানা যায়, ঢাকা মেট্রো-ট-১৩-৫৬৮৬ কভার্ড ভ্যানটি ২২ এপ্রিল সকাল পৌনে ৮ টার দিকে ফিরিঙ্গী বাজার ব্রীজ ঘাট মোড়ে বিসমিল্লাহ ভাত ঘরের সামনে অবস্থান করছিলো। ইয়াবাসহ একটি কভ্যাড ভ্যান অবস্থানের সংবাদ পেয়ে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় চালক আনোয়ারকে আটক করা গেলেও বেশ কয়েকজন পাচারকারী পালিয়ে যায়। এ সময় কভ্যাড ভ্যান তল্লাশি করে ২৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এ প্রসংগ কৌহিনুর কাউন্সিলার বলেন, ওই সময় তিনি ঢাকাতে অবস্থান করছিলেন। তবে ইয়াবা পাচারে তিনি জড়িত নন।
কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির বলেন, টেকনাফের পৌর সভার মহিলা কাউন্সিলারসহ পরিবারের কয়েকজন সদস্যকে আসামী করে গোয়েন্দা পুলিশের দেওয়া এজাহার মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলাটি গোয়েন্দা পুলিশ তদন্ত করছেন বলের জানান তিনি।

Comment here